প্রাণপ্রিয় আম্মার কথা মনে হলেই
কতকিছু মনে পড়তে থাকে!
আমাদের ঘুমে রেখে জেগে উঠতেন আম্মাজান,
মিনার থেকে ভেসে আসত সুমধুর আযান।
তারপর,বাবাকে বলত এইযে উঠেপড় অজু কর।
পাখিদের কোলাহলে,পানি পড়ার শব্দ কল পাড়ে।
ভোরের জায়নামাজ,সালাত, মুনাজাত


তারপর পাখি ডাকত,আলো ফুটত
ভোর হতে শুরু করত আমাদের পাড়ায়।
মনে পড়তে থাকে
সকালের নাস্তার জন্য আম্মার ছোটাছুটি
গমের আটা বেলুনে বেলে বানাইতেন রুটি।
এমনই ব্যতিব্যস্ত প্রিয় আম্মা


আম্মার কথা মনে হলেই
কতকিছু মনে পড়তে থাকে!
ছোট আমি সবার থেকে গ্রাহ্য ছিল আমার আবদার
বড় ভাইবোনদের বলত তোরা তো এখন বুঝদার।
আবদারে আবদারে মা হয়ে যেতেন অতিষ্ট
এমনই আমাদের আদর যত্ন নিয়ে থাকিতেন ব্যস্ত


আম্মার কথা মনে হলেই
কতকিছু মনে পড়তে থাকে;
ভাইবোন সবাই মিলে লাগিত হট্টগোল,ঝগড়া
আম্মার কথা মনে পড়লেই
কবল থেকে উচ্চারিত হতে থাকে
রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী সাগীরা।