কিছু ভাবলেই ভাসে তোমার মুখ।
ধড়ফড় করে কেপে উঠে বুক,
যতদূর দেখা যায় যতোদূর দেখা যায় না;
সবখানে তুমিময় আয়না!


কিছু ভাবলেই ভাসে তোমার মুখ।
অদেখা স্বপ্নরা খুজে পায় সুখ,
যতোদূর আলো যায় যতোদূর যায় না;
সবখানেই তোমার আগমন!
তবে কি চোখ ভালোবাসার প্রথম বাহন।


কিছু ভাবলেই ভাসে তোমার মুখ।
কাছে কিংবা দূরে চেয়ে থাকি অপলক!
তোমার চোখ যেন সুগন্ধি মাঝ গোলাপের সাতকাহন,
তবে চোখ কি ভালোবাসার প্রথম বাহন।


কিছু ভাবলেই ভাসে তোমার মুখ।
মনে পরলেই পুড়ে যায় বুক,
সেটা ঋতু হোক শীত কিংবা দহন!
তবে চোখ কি ভালোবাসার প্রথম বাহন।


কিছু ভাবলেই ভাসে তোমার মুখ।
ছলকে উঠে চোখ,কিছুটা দুঃখ কিছুটা সুখ!
কালো মেঘ ছুঁয়ে দিয়ে বর্ষা নামায় অঝর ,
তবে কি ভালোবাসার প্রথম বাহন নজর।