একদিন যে ছিল  মনের কাছে,
মনে রেখো দূরের তারার মতো,দূরে গিয়ে আরও আপন হয়ে আছে।


একদিন যে ছিল ভালোবেসে পাশে,
চাঁদের মায়ার মত আলো হয়ে আছে দূরের আকাশে।


একদিন ছিল যে ফুসকা, কফি কিংবা চায়ের কাপে টোস,
মনে রেখো আজও রজনী গন্ধা কিংবা হাসনা হেনার মত গন্ধ বিলায় রোজ।


একদিন যে ছিল  সকালের প্রিয়তম মুখ
মনে রেখো না থাকা দিন জুড়েও দখল করেছে পুরোটা বুক।


একদিন যে ছিল সমস্ত হৃদয় অহরণ জুড়ে
মনে রেখো অসুখ হয়ে রয়ে গেল বুকের ভেতর লাগতে থাকা বিষন্ন দুপুরে।


একদিন যে ছিল প্রিয়তম কবিতায়
দূরে গিয়েও অতি প্রিয় হয়ে রয়ে গেল মনের ফ্রেমে বাঁধানো ছবিটায়।