যদি ভালবাসা যেতে বলে
আমিও রোদের মতো বাড়িয়ে দেবো পা,
যতোদিন বাঁচি গাছ হয়ে বিলাব ছায়া।


যদি ভালবাসা যেতে বলে
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর...
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
কয়েক লক্ষ বার হেঁটে পাড়ি দেবো সাইবেরিয়া।


যদি ভালবাসা যেতে বলে
অনায়াসে ডিঙাবো চীনের মহাপ্রাচীর,
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,উত্তপ্ত মরুভূমি।
কতশত বার পাড়ি দেবো খাইবার গিরিপথ।


যদি ভালবাসা বলে
বুকের ভেতর ফোটাব গোলাপ, রজনীগন্ধা-হাসনাহেনা।


যদি ভালবাসা যেতে বলে
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে,
অবলীলাক্রমে কাঁটাতার ডিঙাবো সহজে।


যদি ভালোবাসি বলো
মাথার উপর চাঁদ হয়ে বিলাব আলো।


যদি ভালবাসা বলে
হবো ভোর অথৈর আদর।