আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরােবে,
ক্লান্তি শেষে আপনার হাতের লেবুর জুসে গা জুড়াবে


আমি ভাবতাম মরুভূমির তপ্তবালি পেরুলেই গহীন বন
আমার জন্য অপেক্ষা করবে সন্ধায় নীরে ফেরা পাখির মতোন


আমি ভাবতাম নদী,সমুদ্র,মহাসমুদ্র পেরোলেই স্থল
আমি ভাবতাম আমাকে ছাড়া আপনার জীবন অচল


আমি ভাবতাম রাত পােহালেই সকাল হবে রােজ,
জানালার ফাঁকে মীহি সূর্য কিরণ থাকবে।
আশেপাশে পাখি ডাকবে, কফির কাপে ধোঁয়া থাকবে।
আপনার হাতের ছোঁয়া থাকবে।


আমি ভাবতাম ভালােবাসলেই আপনি থাকবেন,
বৃষ্টি শেষে রংধনু হবেন,রােজ রজনিগন্ধা হবেন।
আমি ভাবতাম দুঃখ কষ্ট অথৈ জলে ভাসিয়ে দিবেন
আমি ভাবতাম, কান্না শেষে  হাসি হবেন
পূর্ণিমার রাত্রিগুলােয় জোছনামাখা স্বপ্ন হবেন।


আমি ভাবতাম ভালােবাসলেই আপনি থাকবেন,
হাতের মুঠোয় হাত রাখবেন, কফি কিংবা চায়ের আড্ডায় সঙ্গী হবেন।



আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরােবে।
পথের শেষে ঘর থাকবে, গ্লাসভর্তি জল থাকবে,
ভালোবাসার অপেক্ষা থাকবে।


আমি ভাবতাম ভালােবাসলেই আপনি থাকবেন,
আপনার আস্তিনে ঘাম মুছবেন,মাথায় আলতো হাত বুলাবেন।


ভালোবাসলেই শত শত ভুল,
পিছুটান বারবার উচায় আঙুল!
এখন দেখি পথ হাঁটলেও পথ থেকে যায়
বুকের ভেতর শূন্য কেমন মাতাল হাওয়ায়!
এখন দেখি ভালোবাসলেই দায়
বুকে আতস নেই তবুও পুড়ায়!!