মাঝে মাঝেই আমার ভীষণ মন খারাপ লাগে
সকালে কিংবা সায়াহ্নে,বিকালে কিংবা রাত্রিতে।


এই মন খারাপ হওয়াটা শুধু একবারের নয়।
এই মন খারাপ হওয়াটা অভ্যাসের, সব সময়ের।


এইযে চারপাশে এত হৈচৈ!
এত মুখ, মানুষ, কোলাহল!
অথচ আমার ভেতর জুড়ে
কী ভীষণ রকম মন খারাপের ভার!


মাঝে মাঝেই মরে যাওয়ার মত মন খারাপ লাগে
এইযে এখন যেমন লাগছে
এমনিতে যা মন খারাপ লাগে তা কিন্তু না
আজকের মন খারাপ হওয়াটা স্পেশালি!


এইযে চারপাশে এতো নীরব রাত্রি ঘুমিয়ে আছে!
এতো ঘুমে আচ্ছন্ন শহর, নেই কোন কোলাহল
অথচ আমরা ভেতর জুড়ে
কী ভীষণ মন খারাপের ভার!


মন খারাপের রাত্রিগুলো পুড়তে জানে যতন
অজস্র গনগনে ভিসুলিয়ায়ের মতোন!


শেষ বিকালের ছায়ার মতোন;নীরব যে জন
তারও কিছু দুঃখ থাকে অতি গোপন!


Md Maruf Hasan