আমাকে ভোরের অপেক্ষায় রেখে
যে সকাল ও দুপুর পেরিয়ে গেছে
সে এখন পড়ন্ত গোধূলি।


আমাকে  ফুলের উদ্যান দেখবে বলে
যে  পুষ্প গন্ধে সুরভিত হয়েছিল
সে এখন সাহারার মরু উদ্যান।


আমাকে ঢেউয়ের উন্মাদনা দেখাবে বলে
যে সমুদ্র তীরে আছড়ে পড়েছে—
সে এখন বালুকাবেলা।


আমাকে পথ দেখাবে বলে
যে পথ চাঁদের আলোয় আলোকিত হয়েছিল
সে এখন চন্দ্র গ্রহণে অন্ধকারে পতিত!


আমাকে শ্রাবণের বৃষ্টিতে ভেজাবে বলে
যে বৃষ্টি  প্রেমের উচ্ছ্বাসে উপচে পড়েছে
সে এখন গ্রীষ্মের খরায় তপ্ত মরুভূমি!


আমাকে ভালোবাসে ভেবে
আমি যার অপেক্ষায় থেকেছি
সে এখন অন্যকারোর,
আমি তার নিদারুণ অবহেলা!