তুমি আমার হৃদয়ে আছো চাঁদের আলো হয়ে।
শীতের শিশির হয়ে এসে বসো বুকের বা পাশে,
শিশির কণা অধরায় রয়ে যায় বুকে।
ছুঁতে গেলে উড়ে যাও সূর্যের তাপে।


তুমি ধূলিকণা হয়ে, ভেসে বেড়াও চার পাশে।
ছুঁতে গেলে, উড়ে এসে চোখে
পড়ে জ্বালা দাও ভীষণ।
ধূলিকণা অধরায় রয়ে যায়।
ছুঁতে গেলে,ছোঁয়ার ইচ্ছেটা
অপূর্ণ রেখেই উবে যাও।
পারফিউমে মিশে থাকো গন্ধ হয়ে।
তোমার মাতাল করা গন্ধে,
পাগল হয়ে তোমায় খুঁজে মরি।
তবু কোথাও খুঁজে পাইনা।


ঘুমের নেপথ্যে, ছায়ামুর্তি হয়ে
দেখা দাও। স্বর্গীয় নারীর মত,
অপলক দৃষ্টিতে তোমায় দেখি।
ছুঁয়ে দিলেই মিলিয়ে যাও।
কেন, তোমায় ছোঁয়ার ইচ্ছেটা
আমার অপূর্ণই রয়ে যায়?
তুমি, কখনো মিশে থাকো
জলে কখনো বা ফুলে,
সেই তুমিই মিশে থাকো গুড়ে কখনো বা নুনে।
হে অনাস্বাদিত প্রেম,
তুমি আছো সবখানে আমার কল্পনার রাজ্যে।