সে হোক শতাব্দীর চির কাঙ্খিত প্রেয়সী
​ ​ ​ ​ ​ ​ ​ হোক কুসুমিত অঙ্গার গোপন গরিয়সী


সে হোক শতাব্দীর চির কাঙ্ক্ষিত মরা নদীর ঢেউ
        সে হোক আমার খুব গোপনে একটা নিজের কেউ।


হরিণী চোখা নিষ্ঠুর হৃদয়ের সীমারেখা
​ ​ ​ ​ ​ ​ ​ নয়নের বিষাক্ত বানে ছলকায় প্রেমের নেশা
চাঁদের গায়ে প্রিয় নাম ধুসর প্রলেপে থাকুক লেখা।


গ্রীবায় আটকে থাকুক তার নাম হৃদপিণ্ডের কম্পনে,কম্পনে
      যেমন সাগর অবিশ্রান্ত ঢেউ ভাঙে ক্ষণে ক্ষণে


সে হোক শতাব্দীর চির কাঙ্খিত স্বপ্ন আমার
​ যেন ‘সে’ উড়ায় হৃদয়ে প্রেমের ঘুড়ি বারবার।


সে হোক শতাব্দীর চির কাঙ্খিত পার্থিব গন্তব্য
       হোক সে শতাব্দীর নীল অসীমের কাব্য।


সে হোক শতাব্দীর চির কাঙ্খিত যকৃতের অসুখ
   হোক গোপনে জনমের প্রেম আমি চিরতরে নিশ্চুপ।