আমি এবার চিনছি তোমাকে,
জেনেছি তোমার রাগ।
যতোটা জ্বালাময়ী সূর্যের তাপ,
তার চেয়ে বেশি তোমার রাগ।


যেমন খুদার জ্বালায় শহরের,
দেয়ালে বসে ডাকে পাতি কাক।
তার চেয়ে বেশি তোমার রাগ।


রাগে তোমার নাকের ডগায় পানি জমে।
তোমার রাগ পৃথিবীর শ্রেষ্ঠ রাগী,
অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশকেও হারমানেবে।


রাগলে তোমায় ভালই লাগে কিং কোবরার তেজে,
তোমার রাগে ময়ূর,ফিঙে পেখম তুলে নাচে।


আমার প্রতি কথায় কথায় তোমার মিষ্টি রাগ আসুক,
তোমার সুন্দর মন খানিক বিষন্নতায় ভাসুক,
এই শহরের অযুত নিযুত ফুলে,
আমার মনও খানিক হাসুক।