আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
হঠাৎ কারেন্ট যাওয়া,
আর মোমবাতির আলোয় ভরিয়ে যাওয়া আমার ঘর।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
শুক্রবার মানেই রেডিও চালু করে ভূত এফএম শোনা,
আর ভয় পেলেই সারারাত ঘুম না হওয়া।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
ঈদ মানেই নানী-বাড়ি যাওয়া,
আর নানীর হাতে বানানো প্রিয় ভাপা পিঠা।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
রাত মানেই দাদী থেকে গল্প শোনা,
আর ঘুম পেলেই দাদীকে জড়িয়ে ধরা।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
ঈদ মানেই সবাই মিলে ঈদের নাটক দেখতে থাকা,
আর সবার আগেই আমার ঘুমিয়ে পরা।


আমার ছোটাবেলা,কি অদ্ভুত সুন্দর!
ইত্যাদি মানেই সবার অপেক্ষা,
আর বিটিভি চালু করে বসে থাকা।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
ছেলেদের সাথে ক্রিকেট খেলা,
আর হেরে গেলেই ভাংচুর করে পালিয়ে যাওয়া।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
শীত মানেই সবাই মিলে ব্যাডমিন্টন খেলা,
আর হার-জিতের নানান আয়োজন।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
কাঁধে কাঁধ ধরে ঘুড়ে বেড়ানো,
আর তিতাস নদীর পাড়ে যাওয়া।


আমার ছোটবেলা,কি অদ্ভুত সুন্দর!
সেই প্রথম সাইকেল শেখা,
আর সাইকেল চালিয়ে তিতাস অব্দি যাওয়া।


কি অদ্ভুত সুন্দর!
আমার ছোটবেলা;
আমার ছোটবেলা।