বহুদিন চোঁখ দুইখান বন্ধ ছিল
হয়তো অন্ধ ছিল।
বহুদিন পর চোঁখ দুইখান খুললাম
আর দেখলাম সব বন্ধ।


আগেই হয়তো সবকিছু সুন্দর ছিল
যখন চোঁখের পাতাগুলো বুঝে ছিল।
তখন মিথ্যেও সত্য মনে হত
আর সত্যগলো সুন্দর মনে হত।


আজ চোঁখের পাতাগুলো উন্মোচিত
কিন্তু,এখন সত্যগুলোও মিথ্যে মনে হয়।


এখন আগের মত মন উড়ে বেড়াই না
এখন আগের মত চোঁখ রঙিন স্বপ্নে আটকিয়ে থাকে না
এখন আগের মত হৃদয় আন্দোলিত হয় না
এখন আগের মত স্বপ্নগুলো রাত জাগে না
এখন আগের মত অকারণেই ভিতর হাঁসে না
এখন আগের মত অন্তরে ব্যাথা লাগে না


আবার চোঁখ বুঝতে ইচ্ছে করে,
আবার রঙিন স্বপ্নগুলো দেখতে ইচ্ছে করে,
আর সেই স্বপ্নগুলোর সাথে আজীবন ঘর বাঁধতে ইচ্ছে করে।