হৃদয় আজ রক্তাক্ত
পান করছি বিষ মধু মিশিয়ে
ভাবছি আজ নিজেকে দিবো বিলিয়ে।


হৃদয় আজ রক্তাক্ত
কিনছি কষ্ট খুব কম দামে
যতটুকু দিবার ছিল,তা দিতে পারিনি বলে।


হৃদয় আজ রক্তাক্ত
ভাবনাদের ভীর কমছে না কোনোভাবেই
হারাচ্ছি চেতনা শক্তি ধীরে ধীরে।


হৃদয় আজ রক্তাক্ত
কথার পাহাড়গুলো পুড়ছে খুব অনবরত ঠিক যেমন আগ্নেয়গিরি
সমুদ্রে মিশে যেতে পারছেনা বলে।


হৃদয় আজ রক্তাক্ত
দূর থেকে ছিল দড়ি খুব শক্ত
ছিঁড়ল দড়ি হঠাৎ করে।


হৃদয় আজ রক্তাক্ত
আবেগের মূল্য আজ খুব সস্তা
দামা-দামী না করেই বোধয় বিক্রি হয়।


হৃদয় আজ রক্তাক্ত
রাত এখন পরিষ্কার সাদা আলোতে
দেখা যায় না আর সোডিয়ামের আলোতে।


হৃদয় আজ রক্তাক্ত
শুণ্য মাঠে খেলা হচ্ছে
হারছি একা,একাতেই।


হৃদয় আজ রক্তাক্ত
বাড়ছে বয়স খুব তাড়াতাড়ি
সম্পর্কগুলো ছিড়ে ছিড়ে।


হৃদয় আজ রক্তাক্ত
মার্চের রোদেতে মিশে যাচ্ছিল সব হয়ত,
শেষ হয়েছিল কিছু মাস পেরোতেই,
নীল রঙ লালে মিশেনি কখনই।


হৃদয় আজ রক্তাক্ত
পান করছি বিষ মধু মিশিয়ে
ভাবছি আজ নিজেকে দিবো বিলিয়ে।