অনুরোধের অবসানে, আবদারের কলতানে
আমি এসেছি
হ্যাঁ, আমি এসেছি বিপর্যস্ত।
সে বসে আনমনে আবছা আলোয়
যন্ত্রণা ভুলে দুঃখিত হওয়ার বিরহে
মেতেছে বিষাদের মর্মাহতে;
কত স্বপ্ন ভুনা জীবনের তরি
ছুটে চলা অবান্তর অজানায়
আমার আসতেই হলো,
নিয়তির সন্ধানে পথিক বেসে।
যদি বা দেখ জনবলে
আমার আমি ফিরতে হবে,
বড্ড আবেগের সংমিশ্রণ
হলো কি এবার পথের পরিব্যাপ্তি?
আশার প্রজ্বলন মেলেছে ডানা
সেই পথে আজি আমি ফিরবো
অনুভূতির শত জমাট বেঁধে
আমি এসেছি তাই অবশেষে।
বিশাল আয়োজনের রঙ্গমঞ্চে অস্থির
যতসব বাস্তুবাসীর জনবল
আমাকে দিয়েছে ডাক নতুন করে
তাই বুঝি ফিরতে হলো
আমার পথের পরিসমাপ্তি;
আমি এসেছি, এসেছি।