আমি অবান্তর ছুটে চলা এক পথিক,
জীবনের রহস্য উন্মোচনে আপ্রাণ লড়াই করা যোদ্ধা।
শত কষ্টের মাঝে সুখের সন্ধানকারী।
না পাওয়ার বিষাদে ভরসায় আচ্ছাদিত।
হ্যাঁ,
আমি শত কাঁটা পথের আগন্তুক।


ব্যর্থতার উচ্চ শিকলে আমার বসবাস।
অধৈর্য আমার করে দিয়েছে সর্বনাশ।
বিপদে আত্মহারা হয়ে আমি থাকি নির্বাক।
টাকার পিছনে জীবন আজ উন্মাদ।
তাই বলি,
আমি শত কাঁটা পথের আগন্তুক।


আমি দুর্যোগে অনির্বাণ।
আমি সত্যের প্রভেদকারী।
জীবনে শত দুঃখ নিয়ে পশ্চাৎ এ ছুটে চলি।
তীব্র যন্ত্রণার কাতরে বিপন্ন চিন্তার ঘর।
তাইতো বলো তুমি,
আমি শত কাঁটা পথের আগন্তুক।


ভাবনায় থাকি সদা, আমার নাই দিন রাতের পার্থক্য।
উচ্চবিলাসিতায় হারিয়ে গেছে বার্ধক্য।
জীবনের উত্থান-পতনে পড়া আমি।
আমি কোন সুখের সন্ধানকারী?
যে জন্য লোকে বলে,
আমি শত কাঁটা পথের আগন্তুক।