বহুদিন বহুকথা বলা হয়নি কোন মর্ম ফাঁকে
জমে থাকা সব কথা উপচে পড়চে কুটিরে
মনের কুটির নড়চড়ে করছে জ্বালাতন
কষ্ট শুধু বাড়ছে যতই গড়াচ্ছে ক্ষণ
কত কাজের চাপ কত মানুষের কষ্ট
বুক ফেটে যায় তো মুখ নিয়েছে বিরত
একা থাকতে হয়তো কখনো বিষাদের
অভ্যস্তায় কাটাতে হয় সময়ের অত্যাচারের
বুঝেও সবে অবুঝ, শুনেও যেন নির্বোধ
সময়ের অবহেলা হউক না তাই অদ্ভুত
তাইতো না পাওয়া গুলোতে ধরেছে জং
রংয়ের দুনিয়ায় আমি করে যায় ঢং
চলে গেলে ফিরে পাওয়া অতীতের শরম
কেমনে আগলে রাখি আঘাতের চরম
অভিনয়ের মাঝে বেঁচে থাকা নিঃশ্বাস
চুপ হলেই যেন মিলবে শান্তির আশ্বাস