চাইলে ভুলে যাওয়া যায় তার কথা
কিন্তু পারিনা ভুলতে তার স্পর্শতা
তার সাথে প্রতিটি মুহূর্ত আর সময়টা
কিভাবে ভুলি যে ছিল স্বপ্নের আরাধনা?


আমি দুঃখ দিয়েছিলাম এটা মনে পড়ে
তার বসবাস আজো আমার হৃদয় জুড়ে
ভালো থাকুক প্রিয়টি, তার কাছে আমি ভুতুড়ে
স্বপ্নের রাণী আমার সুখে থাকুক শাঁকচুন্নি


এটাই বোধহয় শেষ কবিতার আদ্যোপান্ত
তাকে নিয়ে লেখার হয়তো পরিসমাপ্ত
দূর থেকে ডাকছে জীবনের অন্তিম মুহূর্ত
এখানে ফিরে আসা হবে না নিভেছে দিগন্ত


স্মৃতির পাতায় এবার হউক তালাবদ্ধ
সময় করে খুলে দেখা স্মরণ নিঃশব্দ
শেষ কোন কিছুই নয়, এটা নতুন গন্তব্য
হয়তো চলার পথে কোন এক অতীত অন্ধ