একদিন চলে যেতে চাই
দূরে, বহুদূরে-
নদী-সাগর পেরিয়ে
যেখানে সীমান্ত থাকবে না;
যেখানে মিথ্যা মায়ার ছায়া নাই-
যেখানে হিংসার জাল বুনবে না-
ঢেউয়ের গর্জন ভেসে আসবে-
মাছলিরা মাছ ধরবে আপন মনে;
যন্ত্রের কটকট শব্দে ঘুম ভাঙ্গবে না-
ভেলা চড়ে সময় যাবে আপন গতিতে;
প্রতিহিংসা-প্রতিশোধ ভিড়বে না ঘাটে-
উচ্চাভিলাষী জীবন থাকবে না;
পাখিদের দল নিশ্চিন্তে ছুটবে;
আনন্দের বীজ যেখানে বপন হবে-
স্রোতে ভেসে যাবে দুঃখের গ্লানি;
এই শুধু সময়ের অপেক্ষা জানি-
ছুটবো আপন মনে দূরে, বহুদূরে-
কেউ পাবে না হাত বাড়ালে;
এই তো সময় ছুটে যাওয়ার-
দূরে, বহুদূরে।