বসন্ত এসে গেছে -
এমন কেউ নেই জীবনে, যাকে মনে পড়বে
তবুও কবি অযথা নীরব।
নেই কবিতার বুলি, নেই ছন্দ মাখা ছড়া।
কেমন যেন অদ্ভুত সময় পার হয়ে যাচ্ছে
বসন্তের বাতাস গায়ে মাখে না।
কোথাই যেন মিশেছে বিভোর চিন্তাধারাই।


পাখিদের কোলাহল, সুমধুর বাতাস
নির্জন মনে বসে কত কবিই না আজ ব্যস্ত ।
কি হলো এই কবির? আজ কি নিয়ে মগ্ন?
কী সুন্দর কোকিলের ডাক!
কতই আপন মনে কলির ফুটবে ফুল!
পাতা বিহীন বিস্তৃত বনভূমি সবুজরঙে সজ্জিত।


প্রকৃতির এসেছে এবার নতুন তেজ
রঙের বাহারে মুগ্ধ মানুষ আর পশু-পাখি।
এলো না তবুও কবির কোন নতুনত্বের মনোবাসনা।
ভাঙ্গছে না তাঁর ঘোর চিন্তার নিশ্চুপ ধ্যান।
দখিনা হাওয়া বার বার বলে,"কোথায় আজ কবি?"
কান পেতে শোন হে কবি, "বসন্তের ডাক"