হে কবি,
তুমি স্মরণে ৪৫ তম নয়,
তুমি আছো মোর জীবনময়।
তোমার বিদ্রোহের বুলি,
বাংলা সাহিত্যের মুক্ত মনি।
তুমি হৃদয়ে, তুমি প্রনয়ে,
তুমি জাগ্রত, তুমি শয়নে।
আজো বাঙালির প্রতিটি অন্ত-শব্দ
তোমার কবিতা হতে হয় প্রফুল্লিত।
তুমি ছোঁয়ায় রেখেছ মোর অন্তর,
তোমার স্মরণে কাটে প্রতি প্রহর।


হে সাম্যের কবি,
তোমার লাগি কোটি ভালোবাসা,
তুমি সকল ভালোবাসার হাজারো আশা।
মোর সন্ধ্যে নামে সে ছন্দ গানে,
যে গীত হাজারো কথা বলে।
জনমানুষের কবি, দুঃখী জননীর কবি,
দুখিনীদের অন্তরে আজো তোমারি ছবি।
আমার শত ভালোবাসা তোমারি তরে
“কে বলিবে কোনদিন, নজরুল রে?”
আমি সেথা শোনাতে চাই এক গীতি,
যেখানে বেঁচে আছে নজরুল গীতি।