সে এসে ফিরে যাই
প্রকৃতি তার রূপ পরিবর্তনের বিভীষিকায়
অনন্ত জীবনের আলোড়ন ছড়ায়
পথিক আমি পথ চেয়ে দৃষ্টি হারায়
জীবনের অধৈর্যের কাতরতায়
এবার একটু নিস্তার পাবার আশায়
তোমাকে কাছে টেনে নেয়ার তাড়নায়
আমি আজো স্বপ্ন বুনি অস্তিত্বের চেতনায়
বদলে যাওয়ার প্রয়াসে নিয়তির ছলনায়
আমি তো একা বেঁচে থাকার অনুপ্রেরণায়
আমার আমি পথ সন্ধানের ব্যস্ততায়
শুধু দীর্ঘ পথের কুয়াশার আচ্ছন্নতায়
আমার দৃষ্টি যদি ভেদ করতো বাধ্যতায়
এগিয়ে আসতো যদি রূপ মহিমায়
আমার আমি ফিরে পেতাম স্বস্তিরতায়
পালা বদলের নিয়ম করে রেখো আমায়