খুব দূরে নয় কিবা দীর্ঘও নয়-
শেষ হবে না তবুও চলতে হয়;
জানা-অজানা সবটুকু পেছন ফেলে-
নিয়তির ঠিকানায়; দিগন্তের প্রান্তে-
ছুটতে থাকা প্রাণহীন দেহ;
কখনো অর্ধেকে হাঁপিয়ে পড়া-
কখনো জর্জরিত হৃদয়ে লাফিয়ে-
চলার পথে কত যে ক্লান্ত!
তবুও চলতে হয়, থাকতে হয় ব্যস্ত;
গন্তব্য দেখার অপেক্ষায়-
গতির কোনো কমতি নাই;
জীবনের একাকীত্ব কিবা কাতরতা-
কোনটাই পারবে না বাঁধতে;
চলবে, চলবে অজানায়-
প্রতিজ্ঞা নিয়ে ফিরবো শেষ সীমানায়;