তুমি এসেছিলে এই সুবেহ সাদিকে,
তাইতো ধন্য হয়েছিল ভব, ধন্য হয়েছি সবে;
রহমতে ভরপুর সবি তোমার আগমনে।
উপহার তুমি আছো, রবে মোর জীবন জুড়ে।
জীবনের একাকীত্ব ভুলেছিলাম তোমায় পেয়ে।
নিরবে সাহারা তুমি, ছিলে প্রতিটি ক্ষণে।
প্রিয় তুমি, আছো মোর শয়নেস্বপনে।
পারবো না শুধিতে তোমার ঋণ, হাজার কাঁদনে।
জীবনের কাতরতা কেমনে আমায় হারাবে?
আমার কাছে থাকো তুমি সদা প্রাণপনে।
বেদনার লাঘব তুমি চির মমতায় ভরে,
শত দুঃখ-যন্ত্রণা ভুলে যায় তোমার সামনে।
হৃদয় কোণে আছো তুমি থাকো গোপনে,
এই জীবন মোর হাহাকার তুমি বিহনে।