ক্ষুদ্র চাওয়া-পাওয়ার মাঝে,
অনেক কিছুই আছে।
যদিও পূরণ না হোক ;
এই আশায় থাকি না।
একসাথে পথচলা খুব অল্প দিনের,
তবুও বন্ধনটা অসীম গভীরত্বের।
কাছে থেকে দূরে, যেথাই যাই ;
হাসি-ঠাট্টা সবই রবে স্মৃতি।
বৃহত্তর পৃথিবীর, ক্ষুদ্রতর মানুষগুলো
শান্তি খুঁজে ;কিন্তু আছে তা
বন্ধুত্বের মাঝে।
রাগ-অভিমান, অনুপ্রেরণা-সাহস,
প্রতিশ্রুতি-সাহায্য একসূত্রে গেঁথে ;
সবারই পথচলা হাতে হাত রেখে।
না জানি কতদিন, রবে সাথে।
না জানি কত স্মৃতি, হবে জমা।
না জানি কত মহিমা, আমাদের মাঝে।
সবকিছুর মাঝেই একটা পাওয়া ;
কেউ দূরে যাক, কেউ কাছে,
তবুও রবে জারি প্রশান্তির পথচলা।
না থাকি আমরা, তবুও অমর হবে বন্ধুত্বের ;
প্রশান্তির পথচলা হোক সুদৃঢ়।