প্রেমাষ্পদ নিত্যচিত্তে,
                   হয়েছে মোর উজাড় মন।
বদ্ধ শিকল ভাঙ্গবো এবার,
                   ইহাই তো আজকের পণ।
জীবনের ব্যর্থতার মঞ্চ,
                   এবার হবে আনন্দে উচ্ছ্বসিত।
কে বা কোথায় আছো,
                   হয়ো না এবার বিরহিত।
আশার প্রজ্বলন করিতে,
                   হবো দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।
মন রে বুঝাও ওহে কাঙাল,
                   নত নহে, হবো সংকল্প বদ্ধ।
চলো বিদ্রোহীর মতো,
                  ভাঙবো যতো শিকলের বাঁধ।
নিয়তির পরিক্রমা যা রবে,
                  ভারি করিবো না অভিশাপে কাধ।
দৃঢ় প্রত্যয়ে অভিরাম ছুটে চলা,
                  রেহাই আর নাহি; মিনতির ফাঁদ।
চলবো মোরা অভিনব,
                  এক যোগে  হাতে রেখে হাত।