কাছে আসার ভীতি নিয়ে আমার প্রাণপণ উচ্ছ্বাস
আমি তোমার নামে সঁপেছি আমার শেষ নিঃশ্বাস
হাজারো গুণে গুনিত তুমি আসলেই নির্যাস
কত রূপে রূপান্তিত তুমি, হয়েছি তাই কমল দাস
জীবনের বিলাসিতা আমার, তুমি নামক প্রিয়ন্তি
বাস্তবতার নিস্তরণ সদা তুমি আজো প্রিয়সি
নতুনত্ব ছুঁয়ে দেয় তোমার সাথে প্রতি মুহূর্ত
শৈশব কিবা দুরন্তের আলাপন হয় শাশ্বত
যতই হউক দুষ্টামি খুনসুটি কিবা রাগান্বিত
হাসিমুখ ও উজ্জ্বলতা দূর হয় একাকীত্ব
বড্ড অনুভূতির সংমিশ্রণ তুমিই সমাহার
আজ নির্মল থাকা জটিলতার সংকোচ কর্ণধার
প্রতিটি শব্দে নিঃসৃত কবিতার একেক শ্লোক
তোমার তরে বিলিয়ে দিয়েছি জীবনের সুখ-দুঃখ
নির্বোধ নির্দ্বিধায় সঙ্গ পেয়ে তুমিই আলাপন
মনোরঞ্জন বেঁসে অপেক্ষায় কাটে জীবনের ক্ষণ