যার কথা ভেবে সকাল হতো, সময়ের কল্যাণে সে পর
যাকে আপন ভেবে আঁকলে নিলাম, সে বানালো স্বার্থপর
নিয়ম মেনে কথা বলা, ছিল নাকি সময় কাটানোর
ভালোবাসা ভুলে যাবো যেদিন কেটে যাবে তোমার ঘোর


তোমার কাছে আসাকে আমি ভাবলাম ভালোবাসা
তাই তোমাকে পাবার আগে হারানোর ভয় হলো বাঁধা
হাত ধরে আপন করতে চাওয়া সম্পর্কের মোহ বুঝা
একতরফা হৃদয়ক্ষরণ, সময় উড়াল দিতে মেলছে ডানা


তোমাকে পাবার ইচ্ছে আর নেই পাবার আশা মরেছে
তুমি কখনোই আমার না, দেরি হলো তাই বুঝতে
তোমার কথা ভাবা হয় না, সত্যিই ভুলেছি হাসিমুখে
কতপথ আজ তোমার আমার আলাদা হলো স্ব-ইচ্ছে


দু-তিন দিনের সম্পর্ক ছিল মনের রাখার কিছু নেই
সপ্তাহে ক'বার দেখার আবদার মরেছে কবে সেই
পুরো দিনে মনখারাপ আর আসে না ঘুমে বিরত নেয়
তুমিময় আমার জীবন, গল্পের তুমি আর বেঁচে নেই