একই নগরে তুমি-আমি হাজারখানেক দূরত্বে
সময়ের অল্প ব্যবধানে হৃদয়ের কত দূরে
আমি এসেছি অতীত হয়ে কাজের চাপে
তোমার গলির পাশে চলা কখনো উঁকি দিয়ে


আমার আসা যাওয়া সেই পুরানো নগরে
যেখানে কত স্মৃতির আলোকপাত মনকুটিরে
কত আড্ডা কত গল্প অলি-গলি ঘুড়ে
আজ যে যার মতো দূরে সময়ের ব্যবধানে


তোমার আমার হৃদয়ে আজ বিশাল ফারাকে
একদিন কাছে ছিলাম দুজন দুজনার হাত ধরে
কত স্মৃতি আঁকলে ধরে জং ধরেছে পথে
আজ কত অচেনা তুমি আর আমি ভুলে