মদ কি রকম?সুধালে কেউ বল,
এমনটি ঠিক।দাঁড়িয়ে দেখো মদের ঘরে।
চোখের দীপ্র সমারোহ করে।
মদের নেশায় সর্বাঙ্গ মাতাল,
করছে টালমাটাল।
মদের স্বাদে-গন্ধে এমন মাতাল,
ভেবেছে পৃথিবী তার পকেট এ ভাজ রুমাল।
মদ খেয়ে পড়ে থাকে রাস্তার দু'পাশে;
মদের নেসে হারিয়ে যায় নিজ ভানার জগতে!
মদ ছাড়া কিছু বোঝেনা এরা,
মদের নেশায় এক্দম মাতয়ারা।
মদকে মনে করে অমৃত,
যা তাদের সমাজে বানায় কলঙ্কিত!
মদের ঘরে কে কপাট লাগায়?কে দেয় তালা?
সব দার খোলা রবে!চালা হাতুড়ি চালা।
হায় রে ভজনালয়!
কার বা হয় জয়,কে বা হয় ক্ষয়।