প্রিয়তমা,
আমরা পরস্পরকে মুছে দিচ্ছি।
তবুও দিনান্তে দগদগে এই হিসেবনিকেশ
প্রাচুর্যের খুব গভীরে,নিয়ন আলোর মতন নিখাদ শূন্যতা।
আমরা প্রজনন করে চলছি নিঃশব্দ
খুব ব্যক্তিগত একটা পৃথিবী;NO MAN'S LAND।
অথচ জানেন?
চোখ মেললেই জুড়ে বসে আপনি নামক বিষাদ!
দশ বাই বারো এস্কয়ার ফিটের আকাশে ঝিমুতে থাকে,
একটা নিঃশব্দ দুপুর।
ভয় হয়,
তবুও আমি বিশ্বাস করি মৃত্যুর মতন পরম আরাধ্য আর কিছু নেই।
অথবা সেটা অপেক্ষার মতন জীবন্ত।
সুশ্রুষার চেয়েও কাঙ্ক্ষিত নয়তো ত্যাগের মতন পার্থিব।
আর প্রেম?
সে তো এক রূপ কথা অথবা পুনর্জন্ম।
কিন্তু বিশ্বাস করেন ,
আপনার বলা ঠিক।
সেই নিঃসঙ্গ গল্প টার মতন আমারো মূলত পাখি হবারই কথা ছিল,
আহত একটা পাঁখি।।।