তুমি কি আমার হলদে দুপুরে,পাতার বাশি
তুমি কি আমার সদ্য ফোঁটা অশোকরাশি?
তুমি কি লক্ষ অতীত পেড়িয়ে আসা ক্ষণ যত!
তুমি কি দুঃখ তাঁরাও অঝর  ঝরা বৃষ্টির মতো!
তোমার ওই চোঁখে বুঝি নিঝুম দীঘির জলরঙা শান্তি মেলে
ওতে আমি ভাসি ডুবি যাপন করি নিজ খেয়ালে
তুমি কি বেহিসাবি মায়ার মতো
সারিয়ে তোলা সকল ক্ষত!
তুমি কি পুজোর মতো প্রাঞ্জল আর নামাজের মতো শান্ত
তুমি কি বোধিতলে ধ্যানরত বুদ্ধের মতো অক্লান্ত
তুমি কি গভীরতর বোধের মতো
নাড়িয়ে যাওয়া আবেগ যত!
তুমি কি আমার পথের পথিক,পাশাপাশি
তুমি কি আমার ঠোঁটের কোনের স্মিত হাঁসি
তুমি কি নক্ষত্রের ঘ্রাণের মতো ভর,নৈঋত হাওয়া
তুমি কি আমার সব হারিয়ে অবশেষে তোমাকে পাওয়া!