তোমাকে ফেরৎ দিয়ে,
ভালো আছি।
এখন সমস্ত কিছু মেনে চলি,মেনে চলতে হয়।
এখন অন্ধের মত এটা ওটা ছুঁয়ে ছুঁয়ে নিয়ে,
রাস্তার ঠাহর করি।
চারপাশে নানারকম সব ভৌতিকতা আছে।
আগুন,আগুন আছে- কখনো প্রকাশ্যভাবে,কখনো ও গোপনে।
তোমাকে ফেরৎ দিয়ে,
আপাতত,খুব ভালো আছি।
বুকে ক্রমশই সব ঝরে পড়ে-
মরা পাতা,গাছের আড়াল থেকে চাঁদের বিনুনি,
আর  ঘূর্ণমান ছায়া,স্টিমার-চাকার সোর্ সোর্...
যাই,যাই,যাই বলে।
যারা তবু কিছুটা দ্বিধায় থেকে থাকে,
তাদের চাহনি।
তোমাকে ফেরৎ দিয়ে ভালো আছি।
কতো ভালো আছি!