মায়াবী সেই নিলাভ চোখের বিশাল জলরাশি,
এই জলেতেই করত খেলা স্বপ্ন রাশিরাশি।
আবেগ গুলো পরত ঝড়ে হৃদয় প্রাঙ্গনে,
জরিয়ে থাকত স্বপ্ন গুলো নিবিড় আলিঙ্গনে।
লজ্জা মাখা মুচকি হাসি দুস্টুমিতে ভরা,
মনে হত আমিই রাজা, বিশাল আমার ধরা।
ঘন কালো রেশমি চুলে নেশা লাগা ঘ্রান,
কোমল হাতের স্পর্শে শীতল হত প্রান।
রাঙ্গা ঠোঁটের আলতো ছোয়ায় ঝড় উঠতো অঙ্গে,
ফুলের বাগান রাঙ্গিয়ে যেত নানান রঙ্গে।
এক পলকের বিরহ তুমি সইতে পারতে না,
হাজার বছর পেরিয়েও তোমার খবর জানি না।
আজ স্মৃতিগুলোই সঙ্গী আমার দেয় শুধু যাতনা,
তবু তোমায় ভালোবেসেই বিবাগী আমি এটাই আমার সান্ত্বনা।