এ যে কার দোকানদারী , কে যে কি বানায় বেচে,
নির্লজ্জ বেহায়ারা ধিংতা ধিংতা তালে নাচে।
রাত কানা, দলকানা সবাই আজ এক কাতারে,
সত্যিটা আজ গুমরে কাঁদে নানান রঙ্গের বাহারে।
তোষামোদি মোসাহেবি চলে সব সমান তালে,
চেটে পুটে খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি মিলে।
চোরের মুখে ধর্মের বাণী,যায় যাক সব গোল্লায় যাক,
কাগজে বাঘ সেজে, বজ্রকন্ঠে হাকায় ডাক।
নেকড়েগুলু ছিরে খাচ্ছে যে যেখানে যেমন পায়,
দেশের ঝুড়ি খালি করে বেগমরা সব কানাডায়।
আজ নেই ইংরেজ,নেই বর্গী, নেই পাক হানাদার,
তবুও কেন সোনার বাংলা করবে হাহাকার?