এ মন কেন করে হাহাকার,
বিষন্ন লাগে চারিধার।
আবেগের বড্ড বাড়াবাড়ি,
অভিমান অনুযোগের মিশেল আড়াআড়ি।
এ জীবনে যত ছিল চাওয়া,
ধুসর হতে হতে সব রং হাওয়া।
ধুলোয় মলিন হওয়া স্মৃতিগুলো সব,
অসময়ে বড় বেশি করে কলরব।
সুখ পাখি যেন মোর গ্রহন লাগা চাঁদ,
পূর্ণিমায় আমবশ্যার অঘোম কালো রাত।
বুকের ভিতর গোপন একটা দুঃখ বড় একা,
শুন্য শুন্য শুন্য সবই লাগে ফাঁকা।
তবুও চারিদিকে বর্নীল কত আয়োজন,
ফুরালো কি জীবনের সব প্রয়োজন।