জল ছাড়া নিভেনা আগুন, জালায় পুরায় করে ছাই,
যে জলে আগুন জলে নেভায় কে তারে বল সাই।
আসমানের চাঁন্দের আলো ঝলমলাইয়া পরে,
অমানিশার আধার কালো আমার জনম ভরে।
কাঁপা ঠোঁটের ব্যকুলতা, জল ভরা চোখের আয়না,
বুকের ভিতর ভাঙ্গছে হৃদয় শব্দ শোনা যায়না।
দিনের শেষে রাত্রি আসে ঘুমায় সারা শহর,
কিসের আশায় নিদ্রাহীন আঁখি দুটি  গুনছে প্রহর।
অন্তরেতে বসত ভিটা, কলিজাতে বাস,
সারাজীবন সাধন কইরাও হইল না নিবাস।
সবকিছু দিয়েও কেন সব কেরে নিলে,
না পাওয়ায় বুঝি  ভালোবাসার পূর্ণতা মিলে?