জীবন সে এক আজব খেলাঘর,
কখনও প্রমত্ত নদী, কখন ওবা ধূধূ বালুচর।
দেখিয়েছ কত কিছু, হয়ত আরও কত কি জানি,
আঙিনায় রেখে লাশ,স্বার্থের দন্ধে হানাহানী।
দিয়েছত অনেক কিছু, দিবে জানি আরও,
হিংসা, লোভ,বিদ্বেষ কমেছে কি কারও।
মহামারি, মহাপ্রলয় থামিয়েছে কত কিছু,
চাই, আরও চাই, অবিরাম ছুটে চলা তাহার পিছু।
রাঘববোয়ালদের যাঁতাকলে পৃথিবী আজ অতিষ্ঠ,
স্বার্থের কাছে মানবতা রোজই হচ্ছে পিস্ঠ।
ধরনীর সঙ্গে প্রকৃতি নিয়েছে বিষণ আরি,
মেঘে ঢাকা সোনালী আকাশ, নিঃশ্বাস হচ্ছে ভারী।
এই জঞ্জাল, ঝঞ্ঝাট শেষ হবে কি কভু,
দয়া চাই তোমার, মহা আরশের প্রভু।