ভবের এ রঙ্গশালায়,কত শত রঙ্গের বাহার,
মজেছে মন আনমনে, বাহারি সব রুপে তাহার।
অচেনা এক পথের বাকে,সকাল দুপুর সন্ধ্যা সাঝে,
কিসের টানে চলছে জীবন ,মিথ্যে মায়ার ভূবন মাঝে।
হয়ত অনেক চেনা পথের, অচেনা সব পথের গলি,
খেই হারিয়ে পালিয়ে বেড়াই,নিজের খোঁজে নিজেই  চলি।
মরীচিকায় ছুটে চলা,বল কি সুখের সন্ধানে,
আবাদ জমি পতিত রবে, মোহ মায়ার গভীর আলিঙ্গনে।
এইত আমি নেই তো কোথাও, ভবের ক্রিয়া সাঙ্গ হলে,
সাজিয়ে রাখা বাগান খাবে, নাম না জানা পঙ্গপালে।
তাইতো বলি সবাই চলি, আলোর পথে একসাথে,
উশার রবি উঠবে হেসে বিজয়ের মালা হাতে।