বড় অচেনা লাগে এই শহর এই নগর এই জীবন,
আমি কে, কে আমার, কিসের এত আয়োজন।
প্রাপ্তিতে পায় না পূর্ণতা,অপ্রাপ্তিতে পাবার নেশা,
বেচে থাকার মানেই বুঝিনা, সব যেন রঙ্গ তামাশা।
ভোগ বিলাসে মাতোয়ারা, কিসের নেশায় দিশেহারা,
পাইনা খুঁজে কুল কিনারা,অস্তমিত বসুন্ধরা।
বদলে গেছে ভালো লাগার কারন, ভালো থাকার ধরন,
ক্ষয়ে ক্ষয়ে ফিকে হচ্ছে জীবনের যত রং।
জানা গন্তব্যের অজানা পথ কঠিন দুর্বিপাকে,
কিশের নেশায় ঘুরছি যুগান্তরের ঘুর্ণিবাকে।