সম্পর্ক গুলো আজ বড্ড অনুভূতিহীন,
ঠিক যেন গোধূলি বেলার আকাশ, বর্ণহীন।
নাই আস্থা, নাই বিশ্বাস, নাই ভালোবাসা
শ্রদ্ধা,ভক্তি, স্নেহ শুধুই মিছে আশা।
উঁচু নিচু, ছোট বড়ই সম্পর্কের মাপকাঠি,
হউক না তা রক্তের ধাবন,কিংবা সহপাঠী।
স্বার্থের ঘেরাটোপে সবকিছুই অর্থহীন মনে হয়,
এক পলকেই বদলে যায় সব,খোলসটা শুধু পড়ে রয়।
খুরিয়ে খুরিয়ে কতটা পথ বয়ে নেয়া যায়,
মিছে মায়ার বন্ধন ধরে রাখা বড় দায়।
জোড়াতালি দিয়ে আর যাই হউক সম্পর্ক টিকে না,
সব সম্পর্কে ভালোবাসা হয় না,সব ভালোবাসায় সম্পর্ক থাকে না।