এখানে চলে শুধু চাকা
এরই নাম ঢাকা,
চারিদিকে শুধু ধোয়া
সাথে আছে কুয়াশা
কত মানুষ নিয়ে আসে আশা
এরই নাম ঢাকা
যত্রতত্র ময়লা ফেলা
আকাশ ছোয়া অট্টালিকা
ফুটপাতের বিছানা
বস্তির সস্তা জীবন খানা
এরই নাম ঢাকা
চায়ের আড্ডা, রাজনীতির কথা
কখনও আগুনে পুড়ে যাওয়া
উন্নয়নের জোয়ারে ভাসতে থাকা
জ্যামের শহরে ঘন্টা চলে যাওয়া
পথের মাঝেই জীবন কেনা বেচা
এরই নাম ঢাকা
ভালবাসার কথা বলা
সস্তা নোংরামি নিয়ে পথ চলা
অনেকের মাঝে একা থাকা
চাকুরী খোজা পথে পথে ধোকা
এরই নাম ঢাকা
স্বপ্নের আদরে মোরা
আশার চাদরে যত্নে ঢাকা
পদে পদে হেরে যাওয়া
তবুও জীবন যুদ্ধে ঠিকে থাকা
এইতো আমাদের ঢাকা।


মারুফ হাসান
১৬/০১/২৪