জন্মে ই পেয়েছি ধর্ম আমারই
তাই যা আছে সঙ্গে নিয়ে চলি
বেছে তো নেই নি আমি
বিধান তো সব তারই।


পছন্দ অপছন্দ নাই, ভাগ্যে ছিল যা  
সবাই বলে, তাই নিয়ে করে খাঁ।


ধর্মের গোরা একখানা, আছে হাজার শাখা প্রশাখা
একই কথা বলে, ভাষা আলাদা
বুঝলে অনেক কথা
না বুঝলে ভাসা ভাসা।


বাধা নাই ক্ষমা তে, বাধা নেই পূর্ণ্যে
বাধা আছে ব্যথাতে, বাধা আছে প্রতিষোধে
ধর্মের বেড়া জালে কেউ ভালোবাসে
কেউ বা সুযোগ খোঁজে।


আমার ধর্মে আমি, তোমার ধর্মে তুমি
ধর্মের কথা নিয়ে তবুও তুলনা করি
ভাষার ভেদ খুঁজি
তোমাতে আমাতে বিভেদ করি
বন্ধুত্ব হারিয়ে, মানবতা ভুলি।


মারুফ হাসান
০৯/০৬/২০২১