কাজ আমি একমনে করি
ভয়ে নয়, নির্ভয়ে চলি
যা ভাল তাই করি
আর আশা নিয়ে বাঁচি।  


ভেবেছি আমি,
যত করব কাজ
আমি হব তত খাস
দিন শেষে খাচ্ছি শুধু বাশ।


পরে দেখি,
চলে না এদেশে কাজ বাজ
দরকার শুধু তৈল বাজ।


মদনে মদনে ছেয়ে গেছে দেশ
তাই তো আমরা আছি বেশ
সুখে দুঃখে লোভে পাপে
সবাই ভাবে নিজের ভুলে
মাশুল গুনে যাচ্ছে।


দিন যায় বাড়ে হাস ফাস
লম্বা হয় দীর্ঘশ্বাস
ক্ষত নয় ভয় হয়
কখন কি যে হয়।


মারুফ হাসান
০৮/০৬/২০২১