মনে মনে বলি
লোভী নই আমি
কামাই রুজি যাই করি
হালাল হারাম বাছি
দান দখিনা করি
নিজের জন্যে প্রাসাদ গড়ি
সুখের আশায় নিজের মত সাজি
নিজেকে শুধু ভালবাসি
কাছে দূরে মরি মরি
কারো কথা ভাবিনি
নিজের আখের আগে দেখি
তুমি মরলেই কি আর বাচলেই কি
আমি তো বুদ্ধির জোরে কামাই করি
ধ্যান জ্ঞান শুধু টাকা টাকা করি
জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে থেকেছি
বোকা বোকা গল্প বানিয়েছি
সকলকে ধোকা দিয়েছি
ঠকিয়েছি যাকে যেভাবে পারি
তাতে আবার পাপ হয় না-কি
যাই বল আমি তো নই লোভী।


মারুফ হাসান
১০/০৬/২০২১