অহংকার


আমি বেশ আছি, আমার উপরে কে আছে
আমিই সর্বে সর্বা, মাটিতে আমার পা পড়ে না
আমার ইচ্ছায় চলে সবাই, আমার কোন তুলোনা নাই
আমি তো মধ্যমণি আলোচনা সমালোচনার শিরমণি
আমার ভয়ে সবাই লুকোয়, মাঝে মাঝে আমিও ভয় দেখায়
আমাকে মানতেই হবে, চলতে হলে সমাজে।
আমি শুধু পারলাম না, শরীরটার সাথে আমার
আমার আছে উচ্চ রক্তচাপ, আছে রক্তে আছে শর্করা
আছে চুল পড়া, আছে বাতের ব্যথা,
ঔষধ খাই আমি, চোখে পড়ি চশমা আমি
আমি শুধু পারিনি আমার সাথে।
কত মানুষকে মাথা নত করিয়েছে
আমার কাছে, ছলা কলা কৌশলে
সব ঠিক আমার মতিগতি, ভুল নেই কো আমার
আমি আছি সবার উপরে,আমার উপরে কেউ নাই
স্রষ্টা আছে, হিসাবী নামাজ আমি পড়ি
মাথাতো নত করিনি, আমি
আমি তো আমিই এই আমার অহংকার
শুধু পারিনি আমার সাথে
মাঝে মাঝে বউ বোঝে না আমাকে
ছেলে মেয়ে শোনে না কথা আমার মত করে
চলে না আমার বলা পথে  
এ আর এমন কি, তবুওতো আমি থাকি
আমার অহংকার নিয়ে, ভাবিনি কারও কথা সমাজে।


মারুফ হাসান


২৭/০৪/২০২১