১
প্রতি সন্ধ্যায় বিরহানল মনে
চোখ রাখি আঁধারের বুকে
রহস্যময় আঁধার চিরে
হারিয়ে যাই আমি আবেগময়
এক নতুন মহাগ্রহে।
২
প্রিয়তমা তোমাকে রক্তিম সালাম
হৃদপিন্ডে রক্ত ছাড়া কি ঝড়াও আজকাল?
তবুও লিখতে থাকি তোমার নাম
রক্ত রঙ ও বেদনাগ্রস্ত কালো।
#অনুগুচ্ছ
১
প্রতি সন্ধ্যায় বিরহানল মনে
চোখ রাখি আঁধারের বুকে
রহস্যময় আঁধার চিরে
হারিয়ে যাই আমি আবেগময়
এক নতুন মহাগ্রহে।
২
প্রিয়তমা তোমাকে রক্তিম সালাম
হৃদপিন্ডে রক্ত ছাড়া কি ঝড়াও আজকাল?
তবুও লিখতে থাকি তোমার নাম
রক্ত রঙ ও বেদনাগ্রস্ত কালো।
#অনুগুচ্ছ
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।
ঝড়া> ঝরা, ভাল হয়েছে কবি
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.