জগত জোড়ে আজ মানুষের জয় গান
সভ্য হচ্ছে মানুষ
সভ্য হচ্ছে মানুষের কাজ।
তবুও
আমি এক ঝুপড়ি ঘরে থাকি
যদিও
আমার বাবা রাজমিস্ত্রি।


পুরো শহর কৃত্তিম আলোয় হয়েছে রৌশন
আমার ঘর আঁধারে করছে স্নান
বাবা মোর ইলেক্ট্রিশিয়ান।


আমি চাষার ছেলে
আমার বাবা গোলাভরে দেন
সোনালি রঙের ফসল
আমার মা না খেয়ে থাকেন
ঘরে আসে না চাল ডাল।


আমার বাবা গ্যাস অফিসের অফিসার
কর্মট্য হিসেবে নাম তাঁর
ধোঁয়া উড়া চুলোয় ঘর অন্ধকার।


আমি এক আদর্শ শিক্ষকের ছেলে
শত ছাত্র ছাত্রী বাবার
আশির্বাদ নেয়
আমি বাউন্ডেলের মতো ঘুরি ফাইল বগলদাবা করে।


আমি পিয়নের ছেলে
নিরব রাত দুপুরে বাবা টুং টাং করে ছুটে চলে
সবার চিঠি দিয়ে সেঁ
ফিরে আসে আমার চিঠি না নিয়ে।


আমার বাবা বায়ান্ন'তে ছিলো মিছিলে
তাঁর হাত ছিলো মুষ্টিবদ্ধ
শত শত্রু জেনে কমান্ডারের নির্দেশে
একাত্তরে করেছেন যুদ্ধ
আমার একুশের,বিজয়ের,
স্বাধীনতার মঞ্চে যাওয়া
নিষিদ্ধ।


আমার বাবা হুজুর
চলছে তাঁর ফাঁসির তোড়জোর
আমার বাবা ঠাঁকুর
তাঁর শরীরে করছে আঘাত চাপাতি,খুর।


আমার বাবা রেলগাড়ির চালক
কখনো রেলে উঠিনি
আমি যে ছোট্ট বালক।



প্রিয় পঙতিঃআমার
একুশের,বিজয়ের, স্বাধীনতার মঞ্চে যাওয়া নিষিদ্ধ।


২৬/০৮/২০১৬ শুক্রবার ।