অশ্রু সজল চোখ
অনুভূতি হীন মুখ
যেন প্রাণ নেই প্রাণে
চেয়ে অপলক দৃষ্টিতে।
কিছু আনমনে খোঁজে
প্রিয়'র অপেক্ষাতে
ডানা ওয়ালা পাখি হয়ে
দেখছে আকাশ নীল
কালো পিঞ্জরে খিঁল।
দারুণ অসহায় ভাবে
আসবে পাখি নীড়ে
যদি না ফিরে সুজন
চীরদিন রবে নিশ্চুপে
আঁখি দু'টি সজল।
এ প্রতিজ্ঞা মুছে যায়
নতুন সুখ স্মৃতির দায়
কি প্রয়োজন হারাবার?
কি প্রয়োজন নতুন স্মৃতির?
পুরাতন মানুষ সব আসুক
একজীবনে বারবার
যদি
যদি একটি বার তারা চায়।