বড় শুকনো ঘাস
যেন বহুদিন কারো পায়ের ছোঁয়া পায়নি
একাকীত্বের হাহাকার ভরা জীবনে বাস
শালিকের ডানা ছিড়ে নিঃসঙ্গতার রঙ
সময় যত অতিবাহিত হচ্ছে বাড়ছে।
ঝিঁঝিঁ পোকার সুরে ছোট ছোট জোনাকির আলো নাচ দেখা গেলো না,
পৃথিবী ঢেকে গেছে ডুবে গেছে সব...সব
দেখা গেলো না কিছু নিঃসঙ্গতার রঙ ছাড়া।
ধুলোবালি ছাইপাঁশ, প্রাচীন বটগাছ
কিছুনা... কিছুই দেখা গেলো না।
যাপিত জীবনের অজস্র ঘটনা কাহিনীর সাক্ষি এইখানেই দাঁড়িয়েছিলো
আজ বটগাছ নেই জীবন নেই,
চাওয়া পাওয়া নেই থেমে গেছে প্রার্থনার স্বর।
মেঘের ভিতরেও নিঃসঙ্গ বেদনার রঙ
আষ্টেপৃষ্ঠে ধরে আছে
ক্রমশ মেঘ হারিয়ে যাচ্ছে রঙে,
স্তব্ধ নিদারুণ উপহাস নিয়ে
আকাশ মেঘের মাঝামাঝি।
একলা পাখি স্বপ্নে এসে হাঁসায় কাঁদায়
মৌনতা ভাঙ্গে ঠিকি শুধু ঘোর ভাঙ্গেনা
জলের ঘোর স্থলের ঘোর,
প্রেমিকার আঙুল ধরার ঘোর কাঁটেনা
অসহ দহনে সুর কাঁটে তবু প্রেমের ঘোর কাঁটেনা।