জানি আমার জন্য কিছুই থেমে নেই।
সময় কে বলেছিলাম, “একটু দাঁড়াও
ভুলগুলো শুধরে আসি”।
অনন্তকালের ভুল মাটি চাপা দিয়ে
ফিরে এসে দেখি,
সময়ের রেলগাড়ি এখন দৃষ্টির অগোচরে।


কাউকে ভালবাসতে চেয়েছিলাম,
ভেবেছিলাম বলে ফেলব একদিন।
কত কাল থেকে কালান্তর অতীত হল,
সেই ‘একদিন’ আর এল না।
সে এখন অন্যের ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালায়
আর আমি পরে রয়েছি অন্ধকারে।
ইচ্ছে ছিল জয় করব হিমালয়।
কিন্তু এখনও দুঃখ নামক পাহাড়টার
চূড়ায়ই উঠতে পারলাম না-
পরে আছি বিশাল এক গিরি খাঁদে।
দুপুর গড়িয়ে সময় এখন
বিকালের শেষ প্রান্ত।
সমস্ত পৃথিবী এখন আঁধারের অপেক্ষায়
আর আমি বসে আছি সূর্যোদয় দেখব বলে।


এখনও পেছনেই পড়ে আছি।
আমার জন্য কোন কিছুই থেমে থাকেনি।
কেউ অপেক্ষা করেনি এক মুহূর্তের জন্য,
কেবল আমিই পা বাড়াইনি আগামীর পথে।


অনেকবার সময়কে ধরতে চেয়েছি।
বারবার পেছনের সকল অতীত
আমার পা আঁকড়ে ধরেছে।
তাই আর সামনে এগুতে পারলাম না-
অতীতেই রয়ে গেলাম।
এখন আমার অতীতেই বর্তমান, অতীতই ভবিষ্যৎ।
এতে কোন দুঃখ নেই আমার
কেননা, আমার অতীতে ভালবাসা ছিল।